উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম মিঞা সাঈদ(৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম মিঞা সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। #
হাফিজুর রহমান সেলিম
Exit mobile version