ঢাকার ৪নং বকশী বাজারস্থ আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ দারুত তবলীগ কমপ্লেক্সে এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা ও সুপেয় পানির ব্যবস্থা, করা হয়।
৮ ডিসেম্বর সকাল ১০টায় আহমদীয়া কেন্দ্রীয় মসজিদে ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ডঃ ওমর বিন আব্দাল আজিজ পরীক্ষার্থী অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অভিভাবকদের জন্য এমন সুন্দর ব্যবস্থা দেখে তিনি আহমদীয়া জামাতের কৃতজ্ঞতা আদায় এবং প্রশংসা করেন।
তিনি বলেন পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা নির্দিষ্ট কোন স্থানে বসার ব্যবস্থা না পেয়ে ৩ঘন্টা সময় বিভিন্ন স্থানে দাড়িয়ে কাটায়। তাদের এমন পরিস্থিতির কথা চিন্তা করেই আহমদীয়া জামাত সুদীর্ঘ সময় ধরে বছরের পর বছর অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা করে থাকে। যেখানে বসার সুব্যবস্থার সাথে সাথে পুরুষ মহিলাদের পৃথক ওয়াশরুমেরও সুব্যবস্থা রয়েছে। আর একারণেই আপনারা এখানে খুব স্বাচ্ছ্যন্দের সাথে সময় কাটাতে পারছেন। এ জন্য আমি আহমদীয়া জামাতের কর্তৃপক্ষকে আপনাদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই।
এ উপলক্ষ্যে ৬৫টি ভাষায় অনুদিত পবিত্র কুরআন প্রদর্শনীর আয়োজন করেছে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশ।
এ বিষয়ে কুরআন প্রদর্শনীর আহ্বায়ক মওলানা শাহ মুহাম্মদ নুরুল আমীন বলেন- ‘পবিত্র কুরআনের শিক্ষা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যেই আহমদীয়া মুসলিম জামাত বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ করে চলছে।
আহমদীয়া জামাতের এ মহৎ উদ্যোগে অভিভাবকগণও অভিভূত এবং তারা এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
Post Views: 261
Like this:
Like Loading...
Related