নিচের রেখাচিত্রটি একটি ঈগলের গতিপথ গত ২০ বছর ধরে । ঈগলটির পিঠে একটি ট্র্যাকার বসান হয়েছিল রাশিয়ায় । এরপর সে ২০ বছর জীবিত ছিল ৷ এটা লক্ষ করার ঈগলটিকে এই ২০ বছরে কোথায় কোথায় ঘুরেছিল এবং কিভাবে ঘুরেছিল ।দেখা যায় পাখিটি বহু দেশ ঘুরেছে এবং খুব কম বারই চিরাচরিত পথ ছেড়ে বৈচিত্র্যের পথে গেছে ।অনেক পাখি সমুদ্রের ওপর দীর্ঘ সময় অতিবাহিত করে । কিন্তু ঈগলটি কখনও স্থলপথ ছেড়ে জলের ওপর যায় নি, যা ছিল পাখিটির বৈশিষ্ট্য ।শেষ পর্য্যন্ত ২০ বছর পর সৌদি আরবের শিশু উপত্যকা ( Valley of Child) এ এসে প্রাণত্যাগ করে ।
জরুরি সভায় সাত কলেজের বিষয়ে যেসব সিদ্ধান্ত হলো
২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। এর মাধ্যমে সাত...