মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে এনআরবি সিআইপি সম্মাননা পেলেন। শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত সিআইপি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়া মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে উইমেন অ্যাসোসিয়েশন হলে সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক ইয়াকুব সৈনিক। গেস্ট অব অনার ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হুমাইদ আল নুয়াইমি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ঘোষিত ২০২৪ ও ২০২৫ সালের জন্য সংযুক্ত আরব আমিরাতের ৫২ জন সিআইপিকে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রবাসী শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।