মিরসরাই প্রতিনিধি
এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম তাদের চিকিৎসা সেবা
গ্রামপর্যায়ে পৌঁছাতে নিয়েছে নানা উদ্যোগ। দেশে
আন্তর্জাতিক মানের এই হাসপাতাল এতদিন শুধুমাত্র ঢাকায় থাকলেও
চট্টগ্রাম নগরীতেও চালু করেছে বৃহৎ একটি হাসপাতাল। তারা
জেলার গ্রাম পর্যায়ে উন্নত চিকিৎসা সেবা পৌঁছাতে
মিরসরাইয়ের মিঠাছরা জেনারেল হাসপাতাল নামে একটি
বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ চুক্তি সই করেছে।
এভারকেয়ার হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং)
বিনদ সিং জানান, এভারকেয়ার গ্রামের সাধারণ মানুষদের
চিকিৎসা সেবা দিতে চায়। এ জন্য মিঠাছরা জেনারেল
হাসপাতালের সঙ্গে আমরা চিকিৎসা সেবায় পার্টনারশিপ চালু
করেছি। বর্তমানে দুই জন সিনিয়র কনসালটেন্ট প্রতিমাসে দুই
বার জেনারেল হাসপাতালে চেম্বার করছে। এ সেবা আরো বাড়ানোর
পরিকল্পনা আছে।
গ্রামের সাধারণ গরিব মানুষের চিকিৎসা এবং ডায়গনস্টিক
সেবায় এভারকেয়ার কোন ধরণের সুবিধা প্রদান করবে কি না
জানতে চাওয়া হলে প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা বলেন, ‘মিঠাছরা
জেনারেল হাসপাতালের মাধ্যমে যে রোগী এভারকেয়ারে চিকিৎসা
সেবা নিতে যাবে, তাদের জন্য বিশেষ ছাড় থাকবে।
এসব বিষয়ে মিঠাছরা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক
(এমডি) নজরুল ইসলাম জানান, এভারকেয়ার কর্তৃপক্ষের কাছে
আমরা এলাকার রোগিদের পরিবহণ এবং কম খরচে যাবতীয়
চিকিৎসার বিষয়ে আবেদন করেছি। তারা জানিয়েছে বিষয়টি
উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। তবে এখন
গাইনী এবং হৃদরোগের যে দুইজন কনসালটেন্ট এভারকেয়ার থেকে
মিরসরাই এসে রোগী দেখছে। আশা করছি বিভিন্ন জটিল রোগের
আরো দু’একজন বড় মাপের চিকিৎসক এখানে রোগীদের সেবা
দিবেন।
এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ও সিনিয়র
কনসালটেন্ট ডা. তারিক বিন আব্দুর রশিদ বলেন, প্রতি মাসে দুই দিন
মিঠাছরা জেনারেল হাসপাতালে আমি দুইদিন চেম্বার করছি। রোগীদের
প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করছি। ডায়াগনষ্টিকের পর রোগ নির্ণয়
হলে বিশেষ ছাড়ে এভারকেয়ারে তাদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা
করা হচ্ছে।