মোঃ বেল্লাল হোসেন নাঈম,
স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিল থানা শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে’র উদ্যোগে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে কুটুম ঘর কমিউনিটি সেন্টারের হল রুমে এইচ এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান আতিকী।
এসএম সাইফ উদ্দিন গাজী সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশাআ চাটখিল থানার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম, ইছাআবা নোয়াখালী জেলা উত্তরের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান,
সাবেক কাওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুফতি জসীম উদ্দিন।
আরো বক্তব্য রাখেন দাওয়াত ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান বাবু, সাবেক সভাপতি দিদারুল আলম, রামগঞ্জ থানার সাবেক সভাপতি আবদুল্লাহ, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক রেদওয়ান হাসান, সাবেক অর্থ সম্পাদক কামরুল হাসান রাসেল, সাবেক সভাপতি মাওলানা আশেক এলাহী, সাবেক সভাপতি মোঃ ওসমান গনি প্রমূখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, হাফেজ সালে আহমেদ, জুনাইদ আহমেদ, জাবেদ হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দ।
বক্ততারা বলেন স্বচ্ছ দক্ষ ও জবাবদিহীপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ইসলামি কার্যকর পন্থা,
ভোগে নয় ত্যাগে ইসলামী ছাত্র আন্দোলন, গরীব অসহায় মানুষের পাশে, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, ঈদের দিনে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইসলামী ছাত্র আন্দোলন।
সভায় কোরআন তেলাওয়াত করেন আজাদ হোসেন এবং সভায় শেষে দোয়া ও উপজেলা ইছাআ বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করেন আতিকী।
এইচএম রেজাউল করিম সভাপতি, সাইফুদ্দিন গাজী সহ-সভাপতি , ফয়সাল আহমেদ কে সাধারণ সম্পাদক করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র নতুন কমিটি ঘোষণা করা হয়।