ওমরা পালনের শেষ সময় নির্ধারণ করল সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের বরণের মাধ্যমে জেদ্দায় ২১ মে শুরু হয়েছে এবারের হজ কার্যক্রম। হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরাহযাত্রীদের আগামী ১৮ জুনের মধ্যে মক্কা ছাড়তে হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। তাছাড়া ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলেও জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এক বিবৃতিতে হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। এরপর কেউ ওমরাহ পালনের অনুমোদন পাবে না। তা ছাড়া সব ওমরাহযাত্রীকে আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে।

এদিকে গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর। এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৫ মে থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে মক্কা নগরীর জননিরাপত্তা অধিদপ্তর। হজ আয়োজনের পূর্বপ্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

Exit mobile version