ওর এমন হটাৎ সারপ্রাইজে শ্বশুড়-শ্বাশুড়ির সামনে বেশ লজ্জাই পেয়েছি

বিয়ের বয়স ৩ বছর

বিশ্বাস করেন,লেখছি আর হাসছি!

আমার জন্মদিন ছিল আজকে। স্বামী আমার জন্য ছোট-ছোট অনেকগুলো উপহার নিয়ে এসেছে।

আসলে ওর এমন হটাৎ সারপ্রাইজে শ্বশুড়-শ্বাশুড়ির সামনে বেশ লজ্জাই পেয়েছি🙈আমার বয়স ২৫। হাসবেন্ডের ২৭।

আমার হাসবেন্ড বেশ ইন্ট্রোভার্ট টাইপের মানুষ।

বিয়ের তিন বছরে মেয়ে বন্ধুর অস্তিত্ত্ব তো দূরের কথা,আমার স্বামীর ছেলে বন্ধু’ই ৩-৪ জন।

আজকে একটা সিক্রেট রিভিল করল,আমার সামনে!

আমার স্বামী নাকি বিয়ের ৬-৭ বছর আগে থেকে মানে ওর বয়স যখন ১৮-১৯ , তখন থেকেই নাকি প্রতি বৃহস্পতিবার তার ভবিষ্যৎ বউ এর নিয়তে তাহাজ্জুত পড়ত!

প্রতি ৫ ওয়াক্ত নামাজের পর নাকি সুরা ফুরকান এর ৭৪ নম্বর আয়াত পড়ে আল্লাহর কাছে,তার বউ( মানে আমি🙈)এর জন্য দোয়া করতো যাতে ভালো একটা বউ পায়।

সত্য বলতে ওর এই কথা সরাসরি বিশ্বাস না করে কোন উপায় নাই।

কারণ, বিয়ের এই ৩ বছরের আমার মনে পড়ে না যে, আমি আমার স্বামীকে দেখেছি ১ ওয়াক্ত নামায কাযা করতে!

মসজিদে জামাতে সবসময় এটেন্ড না করতে পারলেও, ঘরে/কর্মস্থলে সব সময় পড়ে নিত।

যদিও আমার স্বামী মাদ্রাসা লাইনের ছাত্র না। জেনারেল লাইনের ছাত্র।

এরকম স্বামী পেয়ে কেন জানি না,নিজেকে খুবই গর্বিত লাগছে।

আমি খুশি!

স্ত্রী হিসেবে আসলেই খুশি।

আসলে কি লিখব আমি বুঝতে পারছি না, শব্দ আইডেন্টিফাই করতে পারছি না।

দোয়া করবেন, আমার আর আমার সংসারের জন্য!

যাতে আ^মৃ^ত্যু স্বামীর সাথে সুখে ঘর করতে পারি ।

নীরা

Exit mobile version