বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজার সদরের খুরুশকুলে ৫ টাকা ভাড়ার জন্য টমটম চালকের হাতে মোঃ ইউসুফ (৬৫) নামে একবৃদ্ধ খুন হয়েছেম।
রবিবার (১৩ মার্চ) দুপুরে সদরের খুরুশকুল হামজার ডেইল রোডে চিনের দোকানের পশ্চিম পাশে রাস্তার উপর এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহত মোঃ ইউসুফ (৬৫) ৬ নং ওর্য়াড,পূর্ব হামজার ডেইল,কদমতলী এলাকার মৃত আব্দুল মোনাফের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, টমটম গাড়িটি হামজার ডেইল বামনকাটা এলাকা থেকে পাল পাড়া বাজারে আসছিল। এইসময় বৃদ্ধ লোকটি স্থানীয় নিচের দোকান থেকে উঠে এবং ঘটনাস্থল হামজার ডেইল এলাকার জনৈক বাহাদুরের বাড়ীর সামনে রাস্তায় নেমে যায়। গাড়িভাড়া ৫ টাকা পরে দিবে বলায় এলোপাতাড়ি মারধর করে ঘাতক টমটম চালক মো তারেক (১৮)। একপর্যায়ে গাড়িতে থাকা যাত্রী ও রাস্তায় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মৃত ব্যাক্তির ভাতিজা
আইনজীবী সহকারী মোঃ সোহেল।
এ বিষয়েে কক্সবাজার সদর মডেল থানার অফিস ইনর্চাজ মনির উল গিয়াস মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নাম্বার ব্যস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।