কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল
পৃথিবী জুড়ে ক্রমশ একটার পর একটা বিস্ফোরণ
ঘটে চলেছে কখনো সিংহাসনের কখন ক্ষমতার
লোভ কখন টাকার লোভ হিংসার আগুনে ঝলসে
দেয় মানুষকে টিভির সমস্ত খবরের চ্যানেল জুড়ে
হুলুস্থুল কানড আমি যন্ত্রণাময় ভাবনায় চোখ বুজে
দেখি টিভির স্ক্রিনে বারবার দেখানো হচ্ছে রক্তের
বৃষ্টিতে ভিজে যাওয়া শ্রদ্ধেয় বীর পুরুষকে চোখ
খুলে দেখি হেড লাইনে লেখা তার নাম বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান ওহু বারান্দা ঘর সমস্ত…!!
আসবাবপত্র আর মেঝে বুলেটের স্প্লিন্টারের
আঘাতে আঘাতে তছনছ বঙ্গবন্ধু পুরা শরীর
ভেজা টকটকে তাজা রক্তে ভিজে গেছে পাঞ্জাবি
ঐ বাংলার রাজাকারদের গলার আওয়াজ ধুপ
ধাপ পায়ের শব্দ মর্মান্ত এক শোকের স্পর্শ গরম
কোন খবর পাওয়ার শোক বঙ্গবন্ধু বেঁচে নাই
সবকিছু চক্রাকারে চলতে থাকে তোমরা থাকো..?
সঙ্গে নিয়ে চক্রান্তকারীর মানসিকতা আর অহংকার
তিলে তিলে বিষক্রিয়ায় আক্রান্ত মোদের প্রাণ প্রমান
পেয়েছে বারবার মিথ্যা ঐশ্বর্য আর সুখের বিক্রেতা
হয়ে ব্যবসা করছে যারা বাংলাকে ঘিরে চাইনা তাদের
অলীক আশায় আলোকিত হতে মোরা অনিশ্চিত
ভবিষ্যৎ হোক গড়া জীবন মরুভূমিতে ভালোবাসা আজ নীরস প্রাণহীন এক মরীচিকা প্রতি রাতের দুঃস্বপ্ন,
মাঝে হানা দেয় আগামীর বিভীষিকা নির্জন
এলোমেলো পথের পাশে সকল দরজাগুলি বন্ধ
বড়ো অসহায় বঙ্গবন্ধুর শোকে গোটা বিশ্ব দিকভ্রষ্ট
বাসা বাঁধছে হাজারো দ্বন্দ্ব নিজেকে অচেনা লাগে
স্বপ্ন মাঝের ইচ্ছেরা সম্পর্ক গুলো দূর থেকে উপহার
দেয় নিঃসঙ্গতার বার্তা জীবন প্রদীপের কম্পমান
শিখার আলো ক্রমশ হচ্ছে ক্ষীণ ঘনিয়ে আসছে
অন্ধকার আর চেতনারা সেই আঁধারে হচ্ছে ।
বিলীন দলবদ্ধ হচ্ছে জীবনের সকল দুঃখ সকল
গ্লানি মায়াজাল বিস্তার করে অপেক্ষারত মৃত্যুর
হাতছানি নিষ্ক্রিয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় উদ্দেশ্য হারাচ্ছে
জীবনের গতি বিষণ্ণ মানসিকতার অগ্নি কুন্ডে চলছে অন্তরাত্মার আহুতি মহাশুন্যের বুকে অহেতুক খোঁজ
জীবন রহস্যের সমাধান বিরহের বিষ জ্বালায় দগ্ধ
হৃদয় আজ শুধু চায় আত্মবলিদান নিঃসঙ্গতার সাথে
বন্ধুত্ব আর সইতে পারছেনা হৃদয় এই যান্ত্রিক জীবন
তোমায় জানাই সালাম বঙ্গবন্ধুর ভালোবাসায়'”
মাখা কিছু সুখের ঠিকানা বেঁধে রাখবে স্মৃতির দর্পন
এক মুঠো শান্তির খোঁজে আজ মৃত্যুর কোলে করবো আত্মসমর্পন মনে লাগে ভয় মৃত্যু যে বড়ো কঠিন তার
রূপ অতি ভয়ঙ্কর দুর্বল চিত্ত মাঝে মৃত্যু জয়ের অঙ্গীকার
হৃদ মাঝারে উঠেছে ঝড় মৃত্যুই হয়তো তোমার আর আমাদের শেষ সম্বল সকল নিরুদ্দেশের ঠিকানা মৃত্যুর
দুয়ার পেরিয়েই হয়তো পরম শান্তির জীবন গড়েছেন
বঙ্গবন্ধু বুকের তাজা রক্ত দিয়ে এক আজানা ইতিহাস !!