কবিতা—- স্মৃতিসৌধ

কবিতা
স্মৃতিসৌধ
কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল খান
সাতটি মিনার ছুঁয়েছে আকাশ চারি পাশে
লাল ইটে বাঁধা স্মৃতিসৌধের স্তম্ভ বানালো
মঈনুল ইসলাম হৃৎপিন্ডে ফোটান মৌন
বিষাদ দু’চোখ বেয়ে রাত্রি ঝরে পাংশুটে
রাত রক্তমাখা চাঁদের দেহে জোৎস্না উধাও
আকাশ জুড়ে দুঃস্বপ্নের বিষাদ স্মৃতিসৌধ
আজ তুমি গম্ভীর হয়ে চেয়ে থাকো নিরুপায়ের
মতো দাড়িয়ে মাথা উচু বুক ফুলিয়ে বরকতের
রক্তের জোয়ারে মায়ের অশ্রু ভেজা চোখে
২১’শের প্রভাত-ফেরি অ,আ,ক,খ অক্ষরে
জুড়ি মাতৃ ভাষা বংলা চাই এমন অমর ধন্নি
তোমার কন্ঠে নিরব গর্জনের হুংকার ফুটে
উঠছে সবার চোখে তুমি আজ নির্বাক আমরা
কাঁধে বহন করি প্রতিবাদের লাশ স্মৃতিসৌধ
আজ নিথর দাড়িয়ে এক খন্ড জমি দখল করে
সালাম বরকতের রক্ত যেখানে স্তরে স্তরে
গিয়েছিল জমে ভাষা আন্দোলনের নীরব
স্বাক্ষী হয়ে বুকে নিয়ে ইতিহাস আমি শহীদের
রক্তে রাঙ্গানো আমি এক বাঙ্গালী জাতীর
স্বাধীনতার উৎস গৌরবে স্মরণ করে আমায়
আমি স্মৃতিসৌধ তুমি মোর প্রাণে পীড়াসুর
সত্যি তুমি স্থির- শহিদ স্মরণে তোমার টানে
ব্যথিত এ প্রাণ উন্মাদ  শহিদ-শোকে শ্রদ্ধা ও
চরণে তোমার স্মৃতি কাঁদায় রক্ত ভেজা রণে
তুমি মোর খুব কাছে নও অতিদূর সত্যিই তুমি
জাগ্রত করো- স্মৃতিচূড় প্রতিশোধের আগুন
জ্বালো সব মনে হায়রে অবুঝ মন- শুধু পুষ্পে
বরি কেনো যাও তাঁরে ভুলে দেশের কারণে
রঞ্জিত হয়েছে ঢেলে তাজা রক্ত-ঝরি চেতনার
বাস্তবতা দাও নিঃসরণে স্বপ্ন পুরণ নাকরে শ্রদ্ধা
কিছু ক্ষণে কোথা পাবো তাঁরে জাগে অনুসরণে
আলপনায় খেলা করে জীবনের গল্প কল্পনার
অনন্ত ঢেউয়ে পাল তোলে উদাসি মন হাহাকার
এই বাংলাদেশ স্বাধীন বিশকোটি জনতার দিগন্তে
উড়িছে লাল সবুজের বিজয়ের পতাকা আজ  ।।
Exit mobile version