কবিতা —- হুতুম পেঁচা

 

কবি,কে,এম,তোফাজ্জেল হোসেন জুয়েল

কী মনোহর শ্রাবণ সন্ধ্যা ফুলের সুবাস ভাসে

দিনের শেষে ক্লান্ত পাখি আপন গোলায় ফেরে

রাখাল ফেরে মাঠ হতে তার নিত্যকর্ম শেড়ে

গৃহবধূ প্রদীপ জ্বালে ঘোমটা মাথায় দিয়ে…!

ধীরে ধীরে আঁধার নামে হুতুম পেঁচা হাঁকে বনে

ও পেঁচা লক্ষী পেঁচার ছানা রাত্রেবেলা দৃষ্টি প্রখর

দিনের বেলা কানা ধূসর পেঁচা ঈগল পেঁচা উল্লুক

পেঁচা ডাকে চোখ গাল ফুলিয়ে পিটপিটিয়ে গাছের

ডালে বসে তাকিয়ে থাকে হুতুম পেঁচা ও পেঁচা 

তোমার সাথে আজগে মোদের আড়ি গভীর রাতে

ডাকো কেন মুখটা করে ভারি হাসতে তুমি জানো

নাকি গাইতে পারো গান জোনাক জ্বলে ঝিঁ ঝিঁ ডাকে

বিরহে পেঁচার মনটা পোড়ে কেহ নাহি তা বোঝে

মৃদুমন্দ সমীরণে বৃক্ষশাখা দুলে কূজন করে পাখিরা

সব মিষ্টি মধুর সুরে মেঘে ঢাকা আকাশ খানি কৃষ্ণ

বরণ মুখ চন্দ্র তারা উঁকি মারে ডাহুক ডাকে কুহু হুক!

Exit mobile version