কমিটির দাবিতে জয়কে অবরুদ্ধ করলো ঢাকা কলেজ ছাত্রলীগ

দীর্ঘ ছয় বছরেও কমিটি না দেয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করে রেখেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক কর্মী জানান, তারা দীর্ঘ ছয় বছর ঢাকা কলেজে ছাত্রলীগের রাজনীতি করছেন। আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজ ছাত্রলীগ সবসময় রাজপথে থেকেছে। কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ তাদের শাখার কমিটি দেয় না। এজন্য তারা ছাত্রলীগ সভাপতিকে অবরুদ্ধ করে রেখেছেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ছাত্রদের সঙ্গে নেতাদের কোনো বিষয়ে সমস্যা হয়েছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।

Exit mobile version