করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
ফলে ১৭ দিন পর এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজন মারা গেলেন। চলতি মাসের ১১ জানুয়ারি সবশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল।
শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জনে দাঁড়িয়েছে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জনে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন।
একই সময়ে ২ হাজার ১৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৬ শতাংশ।