মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ কাতারের রাজধানী দোহাতে বাংলাদেশের দিনাজপুর শহরের মালিকানাধীন “ওয়ার্ল্ড মাল্টিন্যাশনাল ইমিগ্রেশন এন্ড বিজনেস কন্সালটেন্সি” অফিস কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ফিতা ও কেক কেটে “ওয়ার্ল্ড মাল্টিন্যাশনাল ইমিগ্রেশন এন্ড বিজনেস কন্সালটেন্সি” প্রতিষ্ঠান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কাতারের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ভিসা ও পাসপোর্ট কাউন্সিলর মাহদি হাসান, কাতারে অবস্থিত বাংলাদেশ এম্বাসির সেকেন্ড সেক্রেটারি অফ পলিটিক্যাল হেড নাসির উদ্দিন, আল নুর ইন্স্যুরেন্স ব্রোকার্স-এর সিইও ডা. মোহাম্মদ হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন “ওয়ার্ল্ড মাল্টিন্যাশনাল ইমিগ্রেশন এন্ড বিজনেস কন্সালটেন্সি” এর স্বত্বাধিকারী নুসরাত শারমিন নিশা, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তারেক আজিজ, সহ কাতারে নিযুক্ত বাংলাদেশী বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং কাতারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, “ওয়ার্ল্ড মাল্টিন্যাশনাল ইমিগ্রেশন এন্ড বিজনেস কন্সালটেন্সি” এর শাখা অফিস হিসেবে বাংলাদেশের দিনাজপুর জেলা শহরের ঘাসিপাড়া এলাকায় “তেহেনিত ট্যুর অ্যান্ড ট্রাভেলস” নামে একটি অফিস চালু রয়েছে। দিনাজপুর অফিস কার্যালয় জয়নব নেছা সপ্না-এর পরিচালনায় সকল কার্যক্রম চলছে।