রাজধানীর কাফরুলে ডেভেলপমেন্ট এর অসৎ কর্মকর্তাদের ছত্রছায়ায় রাজধানীর কাফরুলের বিজয় রাকিন সিটি এখন চাঁদাবাজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে
রাকিন ডেভেলপমেন্ট কোম্পানির কিছু অসৎ কর্মকর্তাদের ছত্রছায়ায় কাফরুলের বিজয় রাকিন সিটি সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।এই ত্রাস সৃষ্টিকারী চাঁদ বাজ, দুর্বৃত্তরা অবৈধ সুবিধা আদায়ের লক্ষে রাকিনকে নির্মাণ কাজে ফাঁকি দেওয়ার সুযোগ তৈয়ার করার জন্য রাকিনের অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পরিকল্পনা ও সহযোগিতায় নির্মাণ প্রতিষ্ঠান রাকিনকে বিজয় রাকিন সিটির নির্মাণ কাজে নিযুক্তকারী জমির মালিক সংস্থা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির অফিসে হামলা করে ও সমিতির সম্মানিত কর্মকর্তাদেরকে হেয় প্রতিপন্ন করতে নানান প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ফ্ল্যাট মালিকদের সংগঠন সোসাইটির সাইনবোর্ড ভাংচুর করা,সিটির মূল ফটকে নিযুক্ত সোসাইটির নিরাপত্তা প্রহরী সরিয়ে ফেলা ও সোসাইটির সম্মানিত কর্মকর্তাদের নামে বিভিন্ন মিথ্যাচার করে বাসিন্দাদের বিভ্রান্ত করাসহ সিটির অভ্যন্তরে বহিরাগত লাঠিয়াল বাহিনী দিয়ে মহড়া করিয়ে সোসাইটিকে কোনঠাসা করার চেষ্টায় লিপ্ত থেকে সিটির বাসিন্দাদেরকে সন্রাসী কায়দায় জিম্মি করে সোসাইটিকে পাশকাটিয়ে অন্যায় ও অবৈধভাবে সিটিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নামে মনগড়ামতে বাসিন্দা ও বিভিন্ন সংস্থা থেকে চাঁদা আদায় করছে এবং বাসিন্দাদের শান্তি, শৃঙ্খলা পরিপন্থী নানান অবৈধ কর্মকাণ্ড হরহামেশাই করে যাচ্ছে। এব্যপারে যে কেউ প্রতিবাদ করতে চাইলে রাকিনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ও তাদের অনুগত ফ্ল্যাটের বাসিন্দা দ্বারা মামলা— হামলা ও প্রাণনাশের হুমকির স্বীকার হচ্ছে। ফলে কেহই তাদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।এহেন পরিস্থিতিতে সিটিতে সরেজমিনে অনুসন্ধানে যাওয়ার পর একাধিক ভুক্তভোগী বাসিন্দার নিকট জানা যায় রাকিনের অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতির বিষয় আড়াল করতে ও সিটিতে মানসম্মত কাজ না করে গোঁজামিল দিয়ে কোনরকম নির্মাণ কাজ শেষ করে চলে যাওয়ার জন্যই রাকিন হতে ক্রয়সূত্রে তাদের অনুগত হাতেগোনা অসৎ ও দুর্বৃত্ত প্রকৃতির কয়েকজন ফ্ল্যাট মালিককে অসৎ সুবিধা সুযোগ করে দিয়ে সিটির অভ্যন্তরে এই ধরনের ত্রাস মূলক কার্যক্রম চালিয়ে বাসিন্দাদের জিম্মি করে রাখছে, যাতে করে বাসিন্দাদের মাঝে এক ধরনের অস্থিরতা কাজ করে এবং রাকিনের কাছ থেকে মানসম্মত কাজ আদায়ের ব্যাপারে কোন কিছু বুঝে উঠতে না পারে।এই পরিস্থিতিতে ভুক্তভোগী বাসিন্দারা আরও বলেন রাকিনের অসৎ দুর্নীতি বাজ কর্মকর্তাদের ছত্রছায়ায় তাদের এরূপ ত্রাস কর্মকান্ড বর্তমান সরকারের মহৎ উদ্যোগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্রোতের পরিপন্থী। সিটির শান্তি, শৃঙ্খলা ও মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের আবাসন প্রকল্পের মর্যাদা সমুন্নত রাখতে এবং বর্তমান সরকারের মহতি উদ্যোগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্রোত রক্ষায় তাদের এহেন জঘন্য কর্মকাণ্ড বন্ধ করতে মহান এই বিজয়ের মাসে সিটির শান্তিপ্রিয় বাসিন্দারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।