কামাদিয়াকান্দিত গ্রামে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

 

রাজবাড়ী জেলার সদর উপজেলার দাদশী ইউনিয়নের অন্তগত কামাদিয়াকান্দিত গ্রামে গত শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, এ দ্বিবার্ষীক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ছে।

এ ওয়াজ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুল হাসান(নাটোর) খতিব বায়তুল মামুর জামে মসজিদ পূর্বাচল ঢাকা,  বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবু জর (ফরিদপুর)খতিব দুধবাজার জামে মসজিদ, পরিচালক মারকাজুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি (রহঃ) রাজবাড়ি, এবং মাওলানা আব্দুল করিম বিন ইসমাইল, দাওরায়ে হাদিস আরবি বিশ্ববিদ্যালয়, হাটহাজারী চট্টগ্রাম বক্তাগণ ইসলামের ভাবধারা তুলে ধরেন এবং সৎ পথে চলার জন্য সবাইকে আহ্বান জানান,  তারা বলেন ইসলাম শান্তির ধর্ম এবং তাতে কোন ভেদাভেদ নেই।

মসজিদুল সাফাহ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে সভাপতিত্ব করেন একই মসজিদ কমিটির সভাপতি মোঃ সেলিম উদ্দিন এবং এবং মাহফিলের সার্বিক পরিচালনার দায়িত্ব ছিলেন হাফেজ মাওলানা আরমান মাহাদী এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ।

Exit mobile version