ধর্মপাশা প্রতিনিধিঃ
ধর্মপাশা উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্তরের পার্শ্ববর্তী সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে ২১ শে আগষ্ট সোমবার সকাল ১১টায় মন্দিরের নিরাপত্তা ও আলোকিত রাখার লক্ষে জেলা পরিষদের জি আর হতে বরাদকৃত ২ টন চাউলের অর্থায়নে এই সৌর ল্যাম্পপোস্টের উদ্ভোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) শীতেষ চন্দ্র সরকার।
উদ্ভোধনী আলোচনা সভায় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি দেবাশীষ চৌধুরী মিঠুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দুলাল চন্দ্র সরকারের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) শীতেষ চন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি বিকাশ রঞ্জন চৌধুরী, ধর্মপাশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক যতীন্দ্র চন্দ্র সরকার,জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি সুশীল চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব চয়ন কান্তি দাস, সদস্য দেব দুলাল তালুকদার বাবুল, পূজা উদযাপন পরিষদের সদস্য অজয় চন্দ্র সিংহ, ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক অসীম চন্দ্র শীল প্রমুখ।