পলাশবাড়ীতে ৩ ইটভাটায় অভিযান,১৪ লাখ টাকা জরিমানা
বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা আইন লঙ্ঘনের দায়ে ৩ ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার ও পরিবেশ অধিদপ্তর।
শনিবার (৪ জানুয়ারি )এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় অবস্থিত সাইদুরের ইটভাটায় ৬ লাখ টাকা,মহদীপুর ইউনিয়নের ঠুঠিয়াপাকুর বাজার এলাকায় অবস্থিত মোহাম্মদ আলীর ইটভাটায় ৪ লাখ টাকা ও কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া বাজার এলাকায় অবস্থিত বাবুর ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও নেতৃত্ব দেন গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলীসহ পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার জানান,পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।