কুড়িগ্রামের ফুলবাড়ীতে আ’লীগের ১০ নেতাকে অব্যাহতি

উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় উপজেলা আওয়ামীলীগের ১০ জন নেতা-কর্মীকে আজীবনের জন্য দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অব্যাহতি প্রাপ্ত নেতা-কর্মীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা: মনোয়ারা সরকার, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম বকসি, সহ-দপ্তর সম্পাদক হরিপদ সরকার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ সরকার রানা, সদস্য কার্তিক চন্দ্র সরকার ও কানাই চন্দ্র সেন।
ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল জানান, কেন্দ্রীয়  কমিটির নির্দেশনা ও গঠনতন্ত্রের ৪৭ ধারা মতে  উপজেলা আওয়ামীলীগের সম্প্রতি অনুষ্ঠিত বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক  গত বুধবার (২২ ডিসেম্বর) বিকালে  ১০ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  অব্যাহতি পত্র প্রেরণ করা হয়েছে।#
Exit mobile version