শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
কেরানীগঞ্জে ভোটার হালনাগাদ কর্মসূচি কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে সম্পন্নের লক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গত ৩ জানুয়ারি, ২০২৫, সোমবার, দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষকগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, প্রশাসক ও সচিবগণ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুমন মিয়া।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, সারা দেশের ন্যায় কেরানীগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এবারে ভোটার তালিকা হবে নির্ভুল, স্বচ্ছ ও সর্বজন গৃহীত একটি তালিকা। কোনোভাবে অবৈধ, রোহিঙ্গা ও বহিরাগত অনুপ্রবেশকারী কোনো ব্যক্তি ভোটার হতে পারবে না।
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তথ্য হালনাগাদ ভোটার তালিকা প্রস্ততকরণও সেই হিসাবে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ও পবিত্র দায়িত্ব। আমরা সঠিকভাবে আমাদের উপর অর্পিত দায়িত্বটুকু পালন করলেই একটি স্বচ্ছ নিরপেক্ষ বৈষম্যহীন ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে।