এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮মার্চ) সকালে থানা পুলিশের আয়োজনে সফল নারীদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে থানা চত্বরে আলোচনা সভা হয়।
ওসি কামাল হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর ইবনে ফরহাদের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, সফল জননী তরুবালা রায়সহ অনেকে।
এদিন এছাড়াও বিভিন্ন দপ্তর ও এনজিও’র আয়োজন নারী দিবস উদযাপিত হয়েছে।