এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায়
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালন।
দিবসটি উপলক্ষে রবিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়।
ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মণ, উপজেলা আইসিটি প্রোগামার মিজানুর মিল্টন প্রমুখ।