খানসামায় বিষ প্রয়োগে গম ক্ষেত নষ্টের অভিযোগ

লিখিত অভিযোগ করেন একই গ্রামের মোছাঃ হালিমা খাতুন।

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ বিষ প্রয়োগ করে দিনাজপুরের খানসামা উপজেলায় গম ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।
গত বুধবার উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মোঃ লুৎফর রহমান বিরুদ্ধে খানসামা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন একই গ্রামের মোছাঃ হালিমা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী হালিমা খাতুন দুই কিস্তিতে মোট দুই লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে লুৎফর রহমানের কাছে ৪৫ শতক জমি বন্ধক নেন। পরবর্তীতে বন্ধকী জমি কিছুদিন ভোগ করার পর, প্রতারণার আশ্রয় নিয়ে সেই জমি ভোগ দখলে বাধা এবং বন্ধকী টাকা পরিশোধ না করে জোরপুর্বক দখলের চেষ্টা করেন এবং দখল করতে ব্যর্থ হন লুৎফর।
হালিমা খাতুন জানান, জমি বন্ধক নেওয়ার কিছুদিন পরেই লুৎফর রহমান উপযুক্ত অর্থ না দিয়েই জোরপুর্বক দখলের চেষ্টা করেন। পরে আমি ও আমার পরিবার অন্যায়ভাবে দখলে প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দেয় পরে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি এবং তারা স্থানীয় ভবে আপোষের চেষ্টা করলেও সম্ভব হয় নি। বরং আসামীরা আমার আরও অশেষ ক্ষতি তারা সাধন করবে।
ওসি কামাল হোসেন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Exit mobile version