রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪০), শামীম মন্ডল (২৫) ও সজীব মিয়া (২৫) নামে ৩ ব্যক্তি নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০) ও তার জামাই কোমরপুর গ্রামের শামীম মন্ডল (২৫) এবং ট্রাক চালক সজীব মিয়া (২৫)। প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে জামাই-শ্বশুর একসঙ্গে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জে আসছিলেন। এসময় তারা উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তন করতে যান। এতে রোড ডিভাইডারের জন্য ফাঁকা স্থানে মোটরসাইকেল স্লিপ করে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। অপরদিকে গোবিন্দগঞ্জে বালুবোঝাই বিকল ট্রাকের পেছনে অপর একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় বালুর ট্রাকটির চালক সজীব মিয়া (২৫) নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার শাহাদত মিয়া (২৩) আহত হন। গত বৃহ¯পতিবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার কোমরপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক সজীব মিয়া গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত হেলপার শাহাদত মিয়াকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তিনি বগুড়া সদরের ফুলবাড়ীর এলাকার বাসিন্দা। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন,পৃথক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি ‘সীতাতলার মেলা শুরু
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ের জামগ্রামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহি শীতাতলার মেলা। উপজেলার...