গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে ছোট ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলায় বড় ভাই তানজির আহমেদকে (৩৩) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তানজির আহমেদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। মামলার বিবরণে জানা যায়, তানজির আহমেদের স্ত্রীর সঙ্গে তার ছোট ভাই সাগর আহমেদ শাওনের পরকীয়া ছিল। ঘটনা বুঝতে পেরে তানজির ২০২০ সালের ৬ জানুয়ারি ভাই সাগরকে দা দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ গোবরের নিচে পুতে রাখেন। এ ঘটনায় পরদিন সাগরের অপর বড় ভাই বেনজির আহমেদ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন পুলিশ বাড়ির সামনের গোবরের নিচ থেকে মরদেহ উদ্ধার করে সন্দেহভাজন তানজির আহম্মেদকে আটক করে। পরবর্তীতে ভাইকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তানজির আহমেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, মামলাটি তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় ঘোষণা করেন।
জামাইয়ের হাতে শাশুড়ী খুন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকাসক্ত মেয়ের জামাইয়ের হাতে শ^াশুড়ী খুন হয়েছেন। শ^াশুড়ীর নাম ছবুরা খাতুন (৭৫)। তিনি উপজেলার ১২...