গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাজিপাড়া গ্রামের হাসানুর রহমানের শিশু কন্যা হিমা খাতুন (১০) হত্যা কান্ডের ঘটনায় তিন জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মসজিদের ইমামসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ইমাম মোরসালিন (২০), আব্দুল্লাহ আল মামুন (২১), আল আমিন (২২) ও আরাফাত (১৭)। পরে গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হলে বিজ্ঞ আদালত মোরসালিন, আব্দুল্লাহ আল মামুন ও আল আমিনের তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন,অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি সকালে হিমা খাতুন মক্তবে আরবি পড়তে যায়। পড়া শেষে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। নিখোঁজের পরদিন দুপুরে পৌর শহরের গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন সরবড় পুকুরে বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়।