গুলশানে রাস্তায় পাওয়া ব্যক্তির মৃত্যু

রাজধানীর গুলশানে ফুটপাত থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে বলে ধারণা করা করছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ৩টার দিকে গুলশান থানা পুলিশ তাকে উদ্ধার করে। এরপর কয়েক হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, গুলশান ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দক্ষিণ পাশে ফুটপাতে অসুস্থ অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। খবর পেয়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। সকাল থেকেও ফুটপাতে পড়েছিলেন। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Exit mobile version