রাজধানীর লালবাগ থানা পুলিশ গত শুক্রবার বেলা সোয়া ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি অফিস সংলগ্ন এলাকার ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করেন।
শনিবার রাত ৮টায় পূর্ব অম্বরপুর জামে মসজিদ মাঠে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
লালবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ নতুন মিয়া জানান, শুক্রবার সকালে স্থানীয়রা ফুটপাতে লাশ দেখে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করি। উদ্ধারের সময় ছেলেটির পরনে একটি শর্ট-প্যান্ট ছাড়া আর কিছুই ছিল না। প্রত্যক্ষদর্শীরা তাকে পাগল বলে অবহিত করে। পরে সিআইডি’র সহায়তায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে আমরা চান্দিনা থানায় ছবি পাঠিয়ে পরিচয় শনাক্ত করি।