রংপুর বিভাগীয় প্রতিনিধি: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি, ডা. মুনা ও শাহজাদীর মুক্তির দাবিতে রংপুরের গাইনি চিকিৎসকগণ রংপুরের মানববন্ধন কর্মসূচী পালন করেছে। দাবি আদায়ের জন্য ১৭ ও ১৮ জুলাই সোম ও মঙ্গলবার প্রাইভেট প্র্যাকটিস ও বেসরকারি প্রতিষ্ঠানে অপারেশন বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। ১৬ জুলাই রবিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ গাইনি বিশেষজ্ঞ ডা. আজিজুল হক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায়, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মাহফুজার রহমান ও অধ্যাপক ডা. মঞ্জুরুল করিম প্রিন্স প্রমুখ। সমাবেশে ওজিএসবি’র কেন্দ্রীয় সাধারণ স¤পাদক অধ্যাপক ডা. শাহী ফারজানা তাসনীম বলেন, আমরা এক ঘণ্টা মানববন্ধন করলাম। ১৭ ও ১৮ জুলাই প্রাইভেট মেডিকেল কলেজ, হাসপাতালসহ প্রাইভেট চেম্বাওে রোগি দেখা হবে না এবং অপারেশন করা হবে না। তবে সরকারি হাসপাতালে অপারেশনসহ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, যে কোন চিকিৎসক তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোগির জীবন বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। নানা জটিলতা থাকায় সেন্ট্রাল হাসপাতালে রোগির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো তদন্ত বা নোটিশ ছাড়াই চিকিৎসকদের গ্রেফতার করা হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সেন্ট্রাল হসপিটালের ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্নসমর্পণের নির্দেশ এবং ডা. মুনা ও শাহজাদীকে অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। গ্রেফতার হওয়া চিকিৎসকদেও অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
চিকিৎসকদের মুক্তির দাবিতে প্রাইভেট প্র্যাকটিস ও অপারেশন বন্ধের ঘোষণা
-
by admin
- Categories: রংপুর বিভাগ
Related Content
আত্রাইয়ে শত বছরের ঐতিহ্যবাহি ‘সীতাতলার মেলা শুরু
by admin ১৪/০১/২০২৫
রংপুরে নেসকো’র সভায় মুজিববর্ষের লোগো
by admin ১৪/০১/২০২৫