এল এইচ আকাশ ॥ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ক্রীড়া পরিদপ্তররের বার্ষিক ক্রীড়া কর্মসুচী ২০২৪-২০২৫ এর আওতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং উপশহর ৫ নং সমাজ কল্যাণ সমিতির সার্বিক সহযোগীতায় গ্রামীণ খেলাধুলা ও এ্যাথলেটিকস প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৩ জানুয়ারী ২০২৫ ইং সোমবার উপশহর ৫ নং সমাজ কল্যাণ মাঠ প্রঙ্গনে সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন ও ব্যালুন ফ্যাষ্টুন উড়িয়ে এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে সকল শিশু কিশোরকে মাঠ মুখি খেলাধুলার আহবান জানিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা করলে অনেক উপকার হয় স্বাস্থ্য,শরীর,মন সব ভালো থাকে, খেলাধুলার মাধ্যমে ভদ্রতা ও ডিসিপ্লেন শেখা যায়। তাই মানুষের জীবনে খেলাধুলার গুরুত্ব খুবই বেশি।
দিনাজপুর জেলা ক্রিড়া অফিসার মোঃ আকরাম হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি এস এম হাবিবুল হাসান, দিনাজপুর জেলা গ্রন্থাগার এর সহকারি পরিচালক এ কে এম মেহেদী হাসান, দিনাজপুর উপ-আনুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক রেজওয়ান আসিফ, সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ আফতাব আলম বাবু, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপশহর ৫ নং সমাজ কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি সারওয়ার হোসেন, সহ-সভাপতি সাবেক সাধারণ সম্পাদক রশিদুল আলম শাহীন,সহ সভাপতি ইসরারুল হাসান আজমেরি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক,
সমাজ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারজান আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন, সহ সাংগঠনিক সম্পাদক রিপন খন্দকার,ক্রিড়া সম্পাদক মাহফুজার রহমান মিলন, যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান রনি, দপ্তর সম্পাদক আগমগীর, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ কোষাধ্যক্ষ খাইরুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আহমাদুল কবির, সাহিত্য সম্পাদক, আরিফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল ইসলাম রাকিব, আলমগীর, এইচএম মানিক, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য আলী আকবর শাহীন, মোঃ শামীম, মো শহীদ, মোঃ দবিরুল ইসলাম সরকার, আকতার হোসেন মিন্টু, শেখ আরমান প্রমুখ।
উল্লেখ্য ১৩ টি ইভেন্টে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয়,তৃতীয় দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।