হ্যাঁ ইনিই হলেন আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নব নির্বাচিত খতিব।
যাকে বাংলাদেশের ত্বাকি উসমানী বলা হয়, যিনি প্রতিবছর দেশ-বিদেশে ডজন ডজন সেমিনার সিম্পোজিয়ামে অতিথি থাকেন।
সত্যিকার অর্থে যিনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বর্তমান বিশ্বে যে কয়জন উল্লেখযোগ্য হাদিস বিশারদ আছেন তিঁনি তাদের অন্যতম একজন।
তিনি হলেন শায়েখ আব্দুল মালিক হাফিঃ
তিনি সিলেটের এক প্রোগ্রামে গিয়েছিলেন। তাঁর পায়ের জুতা আর সাধারণ লেবাস দেখে হাজারো মানুষের হৃদয় নাড়িয়েছে, অন্তর চক্ষু খুলে দিয়েছে অগণন মনের। ❤️
এতো বড় একজন ব্যক্তিত্বের কতটা সাধারণ বেশভূষা!
আসলে মানুষ যত বড় হন তখন নিজেকে ততো ছোট মনে করেন।
এই ছোট মনে করার মধ্যেই আবার মহান আল্লাহ উচ্চ সম্মান রেখে দেন।🖤🌺