মোঃ হাসান আলী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার চান্দপুর বাগান সাব-ডাকঘরটি সীমাহীন সমস্যায় জর্জরিত। ব্রিটিশ আমলে নির্মিত ডাকঘরটি প্রতিষ্ঠার পর আর কোন উন্নয়নের ছোয়া লাগেনি। বর্তমানে ডাকঘরটির চারপাশের দরজা-জানালা নড়বড়ে হয়ে পড়েছে। দেয়ালের প্রায় জায়গায় বড় বড় ফাটল ধরেছে। উপরের টিন ছুয়ে পানি পড়ে অফিসের মূল্যবান কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। অফিসটিতে ৩ জন কর্মচারী কাজ করলেও তারা সারাক্ষণ তটস্থ অবস্থায় থাকেন। কারণ যে কোন সময় ডাকঘরটি ধ্বসে পড়তে পারে। ডাকঘর ভবনটি বহু আগেই ব্যবহার অনুপযোগি হয়ে পড়লেও কর্তৃপক্ষ ডাকঘরটি মেরামতের কোন উদ্যোগ নেয়নি। ফলে প্রাচীন এ সাব- ডাকঘরটি দিনে দিনে তার জৌলশ হারিয়ে এখন ভগ্নদশায় পরিণত হয়েছে। এ ব্যাপারে চান্দপুর বাগান ডাকঘরের সাব- পোস্টমাস্টার পরিমল শর্মা জানান, ভবনটির দুরবস্থার কথা তিনি বারবার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন ডাকঘরটি ৭টি চা বাগান ও ৯টি গ্রামের সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছে। এছাড়া অফিস ভবনটির চারপাশের সীমানা প্রাচীর না থাকায় সেখানে গরু-ছাগল অবাধে বিচরণ করছে এবং রাতে কোন পাহারাদার না থাকায় অফিস এলাকাটি প্রায়সই থাকে অরক্ষিত।