না পড়া অনেকগুলো পৃষ্ঠা, না খোলা শত-শত বই, ব্যবহৃত সুগন্ধির বোতল ভরা
আধেকটা, সিকি শিশি লোশন, গোপন ঠিকানায় জমানো কয়েকটি টাকা, পছন্দের প্রায়
অব্যবহৃত পোশাক, প্রিয় সন্তান এবং প্রিয়তমা স্ত্রীকে রেখেই একদিন চলে যেতে
হবে! কত কত প্রতিশ্রুতি পূরণ হবে না, কত আশা মুকুলেই থেকে যাবে, কত ফুল ফুটবে
না-তার আগেই বিগত হতে হবে!
প্রিয়তমাকে নিয়ে সমুদ্রে দর্শনে যাওয়া, পাহাড়ের চূড়ায় চড়া, রাতভরে জ্যোছনা
খাওয়া-এমন কত স্বপ্ন স্পর্শহীন থেকে যাবে। অপেক্ষায় রাখা মানুষগুলোর কাছে
আমিই অপেক্ষা হব-হারিয়ে যাওয়ার কালে। কত দম্ভ, কত অহমিকা, হিংসা-দ্বেষ
আমাকে অজানা দেশে ঠেলে দেবে যেখানে অসহায়ত্বের চরম রেখায় থাকতে হবে।
সকল দায়িত্ব শেষ করে, সব সম্পদ ভোগ করে কেউ যেতে পারে না! তারপরেও ক্ষমতার
দম্ভ আর সম্পদের লোভ অনেকেরই কমে না! মোহ অন্ধ বানিয়ে রাখে! বিবেকের দুয়ার
বন্ধই থাকে! একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ক্ষমতা নিয়েও হেরে যেতে হয়! বহির্গামী
শ্বাস আর অন্তর্গামী হয় না! কার যাত্রার কখন সমাপ্তি সেটা কেবল অন্তর্যামী
জানেন!