ছড়া …পদ্মা সেতু দিয়ে

যাচ্ছে বাড়ি খোকা খুকি  পদ্মা সেতু দিয়ে,

পদ্মা সেতু দিয়ে
-বিচিত্র কুমার
যাচ্ছে বাড়ি খোকা খুকি
পদ্মা সেতু দিয়ে,
বন্ধু বান্ধব সবাই কে
এক সঙ্গে নিয়ে।
কি যে  মজা কী যে মজা!
নাচে মিষ্টি টিয়ে,
ঝকঝক বাজনা বাজে
নিচ তলা দিয়ে।
উপর তলায় সারি সারি
নতুন মটর গাড়ি,
আর বেশি দূর নয়কো ভাই
আমাদের বাড়ি।
নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
Exit mobile version