জাতিসংঘের হিসাব অনুযায়ী গত ১৫ নভেম্বর ২০২২ পৃথিবীর জনসংখ্যা ৮ বিলিয়ন হয়ে গেলো। এই বিপুল সংখ্যক মানুষের সবার দুটো করে বুড়ো আংগুল আছে। এই ১৬ বিলিয়ন বৃদ্ধাঙ্গুলির প্রতিটি ছোট্ট অংশে মায়ের পেট থেকেই কম্পিউটারের চিপসের মত ডিজাইন করা আছে। অবাক করা ব্যাপার হলো এতগুলি মানুষের কারো আঙুলের ছাপের সাথে অন্য কারো অঙ্গুলীর ডিজাইন মিলবেনা। এজন্য আগে ফরেনসিক থেকে আজকাল পৃথিবীর সবকিছুতে বায়োমেট্রিক্স চালু হয়েছে।
আল্লাহ বলেন, “মানুষ কি মনে করে, আমি (তাকে পুনরুত্থিত করতে) তার হাড়গুলো একত্র করতে পারব না? আমি তো তার আঙুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।”
সূরা কিয়ামা, আয়াত ৩ ও ৪।
এবং শেষ বিচারের দিনে সব মানুষ তার হাতের একই রেখা সহ আবার বেঁচে উঠবে। এমন এক সময়ে এই কথা কোরআনে এসেছে যখন কেউ জানতোনা সবার হাতের ছাপ আলাদা।