১০ই ডিসেম্বর মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর উদ্যোগে “মানবাধিকার লঙ্ঘন: বর্তমান সংকট ও সমাধানের পথে আমাদের ভূমিকা” শীর্ষক সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সমন্বয়ক মোঃ গোলাম কিবরিয়া খান, সংগঠনের সেক্রেটারী এ্যাড. রিয়াজ হোসেন সিদ্দিকী, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ভিপি শহীদ, লায়ন সালাউদ্দিন, আনিসুর রহমান আনিস, আব্দুল কাদের, তরুণ সংঘের ফজলুল হক ও আমানুল্লাহ কবির সহ প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরওয়ার মিলন বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা রাজনীতি করেন তাদের ইশতেহারে স্পষ্টভাবে মানবাধিকারের প্রতিটি ধারা উল্লেখ করতে হবে। ভবিষ্যতে জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। তিনি বিজয় দিবসে সকল শহীদদের প্রতি এবং ২৪’র গণঅভ্যূত্থানে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ (YHRIFB) এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ এরশাদ হোসেন রানার নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণ করেন।