ঝালকাঠিতে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের স্বল্পসেনা গ্রামে বৃদ্ধ দেলোয়ার হোসেন মৃধা (৬৫) এর গলাকাটা লাশ পাওয়া গেছে। শনিবার বিকেল ৩ টার দিকে তার ছেলে বাড়িতে খাবার নিয়ে এলে ঘরের ভিতর পিতার মৃতদেহ দেখতে পায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে বাড়ির কাজের লোক সোহরাব হোসেনকে আটক করেছে এলাকাবাসি। এ বিষয় প্রতিবেশিরা জানায়, দেলোয়ার হোসেন বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর থেকে র্দীঘ দিন এই বাড়িতেই একা বসবাস করতেন। তাই তিনি কিছুটা মানসিক ভারসাম্য ছিলেন। তবে বাড়ির কাজের বদলা হিসাবে থাকা সোহরাব হোসেন নেশা করত বলে জানাযায়। তাই তার সাথে কোন বিষয় নিয়ে বাড়ি মালিক দেলোয়ারের মতোবিরোধ হওয়ার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।  এ বিষয়ে ঝালকাঠি থানার ওসি মো. মনিরুজ্জামন জানান, আমি খবর পেয়েই ঘটনা স্থলে এসে পৌছেছি। মৃত দেহের কাছেই আছি। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারব। পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. মনিরুজ্জামন ঘটনাস্থল পরির্দশন করেছেন।  এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বাড়ির কাজের লোক সোহরাব হোসেনকে গ্রেফতার করা হয়েছ। এ সময় তার সাথে ৫ হাজারের বেশি কিছু টাকা পাওয়া গেছে বলেও পুলিশ সুপার জানান।

Exit mobile version