মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরুষ্কৃত হলো ৪ কিশোর। উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর জামে মসজিদের উদ্যোগে এই পুরষ্কার প্রদান করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী। পুরস্কার পাওয়া কিশোররা হলো রহমতুল্লাহ জিশান, সাজিদ চৌধুরী, তানবীর তাসিব ও সাজিদুল ইসলাম।
হাফেজ মাওলানা আবুল কাশেম ও আবু সুফিয়ানের আয়োজনে যুগ্নভাবে প্রথম পুরস্কার হিসেবে ২ জনকে দেওয়া হয় ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ৩ হাজার টাকা এবং তৃতীয় পুরষ্কার ২ হাজার টাকা প্রদান করা হয়।
পুরষ্কার পাওয়া রহমতুল্লাহ জিশান অনুভূতি ব্যক্ত করে বলেন, আলহামদুলিল্লাহ, পুরষ্কার পেয়ে আমি খুব খুশি। টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে নিজের কাছে খুবই প্রশান্তি লাগছে। আমি যেন এই ধারা অব্যাহত রাখতে পারি তাই সকলের নিকট দোয়া কামনা করছি।
ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী বলেন, এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগের কারণে তরুণ ও যুবকরা মসজিদমুখী হবেন।
পুরষ্কার প্রদানের উদ্যোক্তা হাফেজ মাওলানা আবুল কাশেম বলেন, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। প্রথমবারের মতো আমরা ৪ কিশোরকে আর্থিকভাবে পুরষ্কৃত করেছি। এছাড়া আরো কয়েকজন কিশোরকেও পুরষ্কৃত করি, তারাও টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ার চেষ্টা করেছিলেন। ইনশাল্লাহ আগামী দিনেও আমাদের এই উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।