বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ –এ চিফ ডিজিটাল অফিসার (সিডিও)/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছেন সারজিল সারওয়ার। তিনি বিএটি বাংলাদেশের এরিয়া হেড অব ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি গত ১২ ডিসেম্বর লো মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়।
দেশের ব্যবসাখাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা প্রদানে ও তাদের সাফল্য উদযাপনে বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। যারা কর্মনিষ্ঠার অনন্য উদাহরণ তৈরি করেছেন, পেশাদারিত্বে উৎকর্ষের পাশাপাশি সবার আস্থা অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, এমন সি-সুইট নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের সম্মানজনক এ স্বীকৃতি প্রদান করা হয়। উল্লেখ্য, স্বনামধন্য বিজনেস লিডার ও অডিট বোর্ডের সমন্বয়ে গঠিত এক অ্যাডভাইজরি বোর্ড নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে কারা সম্মাননা পাবেন তা নির্বাচন করেন।
সারজিল সারওয়ার তার কর্মজীবনের প্রতিটি ধাপে তার সহকর্মী ও অন্যান্য পেশাদারদের জন্য উদাহরণ তৈরি করেছেন ও তাদের অনুপ্রাণিত করেছেন। ক্যারিয়ারজুড়ে তিনি স্ট্যানফোর্ড সিড প্রোগ্রাম, বাংলাদেশ অ্যাঞ্জেলস ও আর-ভেঞ্চারের মত অ্যাকসেলেরেটর প্রোগ্রামের মাধ্যমে স্টার্টআপ এবং ডিজিটাল ভেঞ্চারের প্রতিষ্ঠাতাদের ক্ষমতায়নে ভূমিকা রেখেছেন। এছাড়াও, তিনি বাংলাদেশের চিফ ইনফরমেশন অফিসারদের (সিআইও) নিয়ে গঠিত কমিউনিটির প্রতিষ্ঠাতা এবং সভাপতির দায়িত্বও পালন করছেন। এ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সিআইও ও আইটি ক্ষেত্রে শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের মধ্যে জ্ঞানের আদান-প্রদানে ও সহযোগিতার ভিত্তি গড়ে তুলতে ভূমিকা রাখে।
সারজিল সারওয়ার বিএটি বাংলাদেশের ব্যবসায়িক সাফল্যে ভূমিকা রাখার পাশাপাশি সুশাসন চর্চায় অনবদ্য অবদান রেখেছেন। বিএটি’র বৈশ্বিক এআই লিড ও ডিআইএফসি ইনোভেশন হাবের সদস্য হিসেবে তিনি কৃষি-প্রযুক্তি, পণ্যের জালিয়াতি প্রতিরোধ ও বাণিজ্যে এআই -এর উদ্ভাবনী প্রয়োগে নেতৃত্বশীল ভূমিকা পালন করেছেন। উদ্ভাবনী বিভিন্ন সমাধানের মাধ্যমে তিনি করপোরেট সুশাসনকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এসব উদ্ভাবনী সমাধানের মধ্যে রয়েছে: এজিএম পোর্টাল, ডিজিটাল বোর্ড ম্যানেজমেন্ট ও গভর্নেন্স সল্যুশনস। এ প্ল্যাটফর্মগুলো শেয়ারহোল্ডার এবং বোর্ড সদস্যদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিতে ভূমিকা রেখেছে। এছাড়া, তিনি প্রযুক্তিগত সমাধান ব্যবহার করে বৈশ্বিক মহামারি ও অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসার প্রবৃদ্ধি ধরে রেখেছেন, যা কঠিন চ্যালেঞ্জের মধ্যেও ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রেখেছে।
সম্মানজনক এ অর্জন নিয়ে সারজিল সারওয়ার বলেন, “বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডে সিডিও/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এই স্বীকৃতি বিএটি বাংলাদেশ ও এর বাইরেও আমাদের দলগত উদ্যোগ ও উদ্ভাবনকে প্রতিফলিত করে। প্রযুক্তি ও ডিজিটাল সমাধান আমাদের ব্যবসা পরিচালনার ধরনকে রূপান্তরের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। আমি এ অর্জন আমার মেন্টর, সকল সহকর্মী ও দেশের টেক কমিউনিটিসহ যারা আমাকে এগিয়ে যেতে ও উদাহরণ তৈরিতে অনুপ্রাণিত করেছেন, তাদের উৎসর্গ করতে চাই।”