ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ

রংপুর বিভাগীয় প্রতিনিধি: স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালুসহ ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ ৪ নভেম্বর সোমবার দুপুরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। এতে সড়কের দুই ধারে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এসময় আন্দোলনকারীরা বলেন, মেডিকেল টেকনোলজি দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। বিদেশে টেকনোলজি যথাযথ মূল্যায়ন করা হয়। কিন্তু বাংলাদেশের সেই মূল্যায়নটি করা হয় না। এসময় রংপুর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক তমাস শিকদার মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন, সকল অনুষদে বিএসসি, এমএসসি ও বি ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপ, প্রশিক্ষণ ভাতা চালু করাসহ ৬ দফা দাবি তুলে ধরেন। পরে প্রায় ২ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নেন তারা। দাবি আদায় না হলে মহাপরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেন আন্দোলনকারীরা।

Exit mobile version