ডেভিল হান্টের অভিযানে বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা  আলী আজগর ভূইয়া গ্রেফতার

বন্দর প্রতিনিধি
বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা আলী আজগর ভূইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-১১। ১৬ ফেব্রুয়ারী রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে বন্দর থানার মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী আজগর ভূইয়া মদনপুর বড় সাহেব বাড়ি এলাকার মৃত জসিমউদ্দিন ভূইয়ার ছেলে। আলী আজগর ভূইয়া বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। বিগত ৫ আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোসহ বিভিন্ন ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,ধৃত আসামী আলী আজগর ভূইয়াকে র‌্যাব-১১ এর একটি টিম আটক করে থানায় হস্তান্তর করেছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে গোপনীয়তার স্বার্থে বিস্তারিত তথ্য প্রদান করা সম্ভব নয়।

Exit mobile version