গোপাল চন্দ্র রায় – ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাটার মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, ডোমার পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল হক রবি, জেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদ আহমেদ শান্তু, ডোমার উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিলুর রহমান, জোড়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান মোনা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবী, পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় রায়, ডোমার পৌর আওয়ামী যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সরকার বুলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুজ্জামান রুবেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সাখাওয়াত উল্লাহ (সাকু) প্রমূখ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ডোমার উপজেলা ও পৌরসভার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।