ডোমারে ছেলের হাতে পিতা খুন

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সিদ্দিক(২৮) নামের এক কুলাঙ্গার ছেলের হাতে খুন হয়েছেন পিতা সাবুল ইসলাম (৫২)।
নিহত সাবুল ইসলাম ডাঙ্গাপাড়া জোলাটারী গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া জোলাটারী গ্রামে। প্রতিবেশী ও এলাকাবাসী জানায়, বাবা রবিউল ইসলাম সাবুল ( ৫০) ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫) তাদের বাপ ছেলের মধ্যে দীর্ঘদিন থেকে জমিজমার বিষয় এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেষারেষি চলছিল।
ঘটনার দিন ছেলে সিদ্দিক তার জমির কাটা ধান নিয়ে এসে বাড়ির উঠোনে একটি জায়গায় পালা (পুজ) করে রাখতে চেয়েছিল। কিন্তু  পিতা পুত্রের রেষারেষির কারণে পিতা সাবুল বাড়ির উঠোনে ধানের পুজ দিতে দিবেনা মর্মে ছেলেকে নিষেধ করে।
এক পর্যায়ে ছেলে পিতার হাতের ধারালো ছোরা কেড়ে নিয়ে পিতা সাবুলকে এলোপাথাড়ি আঘাত করে এতে পিতা সাবুলের হাতের দুই বাহু ও পিঠের দিকে বেশ গভীর ক্ষত হয়। তাদের চিৎকার এবং চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে সাবুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে সাবুলের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান  জানান, সিদ্দিক পালাতক থাকায় তাকে আটক করা যায়নি। তবে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে নিহতের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
Exit mobile version