গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় স্থানীয় সরকার দিবস/২০২৪ পালিত হয়েছে।
দিবসটি পালনে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান,ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, বামুনিয়া ইউপি সদস্য অচিন্ত কুমার রায় প্রমূখ।
পরে “স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান” প্রতিপাদ্যে জাতীয় পরিসংখ্যান দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল।