গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে লাইসেন্স/নিবন্ধন না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী।
বুধবার ডোমার উপজেলার লাইসেন্স বিহীন বেসরকারী হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, ব্লাড ব্যাংকের কার্যক্রম পরিদর্শনে গিয়ে ৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স /নিবন্ধন নাকায় সাময়িক ভাবে বন্ধ করে দেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী। এসময় সাথে ছিলেন, স্যানেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান। সাময়িক ভাবে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান গুলো হচ্ছে, আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাষ্ট ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার।