ডোমারে পাটচাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।  উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বাবু, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা প্রমূখ। উপজেলার ২হাজার ৮৫০জন তালিকা ভুক্ত প্রতিজন পাটচাষীর মাঝে ৫কেজি ইউরিয়া, ২কেজি টিএসসি এবং ২কেজি ৫৫০ গ্রাম পটাস সার বিতরণ করা হয়।
Exit mobile version