সিডিএ’র আলোচনা সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বাংলাদেশকে কর্মক্ষম নারীদের মধ্যে কৃষি কাজে সবচেয়ে বেশী নারী নিয়োজিত আছে

স্টাফ রিপোর্টার ॥ ১৯ মার্চ বুধবার দিনাজপুর সদর উপজেলা ১নং চেহেলগাজী ইউনিয়নের অর্ন্তগত পূর্ব কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুরের আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ঢাকার সহযোগিতায় “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার নিরাপদ অগ্রযাত্রায় দ্রুত আলো পরিবর্তন এই শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূল পর্যায়ে নারী কৃষি শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় জনসংগঠন ঐক্য পরিষদ দিনাজপুর সদর এর সভানেত্রী সাবিনা হেমব্রম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ১নং চেহেলগাজী ইউনিয়নের মহিলা মেম্বার শিরিন আক্তার, প্রাইমারি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সাইমুদ্দিন, এএলআরডি- ঢাকা হতে আগত কর্মসূচী কর্মকর্তা মোঃ সোহেল রানা, প্রোগ্রাম অফিসার মোঃ রফিকুল ইসলাম। ধারণাপত্র পাঠ করেন প্যারালিগ্যাল এ্যাসিস্টেন্ট গোলাপী হেমব্রম। স্বাগত বক্তব্য রাখেন সিডিএর মাঠ সমন্বয়কারী মোঃ জাহেদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়। বক্তারা বলেন, জাতিকে ক্ষুদা মুক্ত রাখতে এবং অপুষ্টি থেকে বাঁচাতে আমাদের গ্রামীণ নারী কৃষকদের অবদান রয়েছে কিন্তু দুঃখজনক ঘটনা হলো এই অবদান স্বীকার করা হয় না। গ্রামাঞ্চলে কৃষি উৎপাদনের সাথে জড়িত অধিকাংশ নারীই ভূমিহীন। নারীদের কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে। নারী শ্রমিকদের ক্ষেত্রে মজুরী বৈষম্য বিলোপ করে সর্বক্ষেত্রে নারীদের সমান মজুরী নিশ্চিত করতে হবে।

Exit mobile version