গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ “বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই শ্লোগানে নীলফামারীর ডোমারে পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীতে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, পাট অধিদপ্তর রংপুর অফিসের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ। শেষে ৫জনকে সেরা পাট চাষির পুরস্কার প্রদান করা হয়।
উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৫জন পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহন করেন।