ডোমারে পৌর কাউন্সিলর নয়নের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।

গোপাল চন্দ্র রায়- ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এনায়েত হোসেন নয়নের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।
মঙ্গলবার বেলা ১১টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি ধনীপাড়া গ্রামের মরহুম আমিরুল হোসেন বুড়োর ১ম পুত্র এনায়েত হোসেন নয়ন(৫৭)  মস্তিষ্কে  রক্তক্ষরন জনিত রোগে আক্রান্ত হয়ে গত ৪ডিসেম্বর রাতে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না——–রাজেউন। মৃত্যু কালে তিনি মা, স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড মনতাজুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকারসহ বিভিন্ন মহল।
Exit mobile version